ঢাকার লালবাগে জমজম টাওয়ারের একটি ফ্ল্যাট থেকে নজরুল ইসলাম (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইমামগঞ্জ শাখার স্ট্যান্ডার্ড ব্যাংকে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আর এন ডি রোডের জমজম টাওয়ারের পঞ্চম তলার ওই ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে সিআইডি ক্রাইম সিন ইউনিট আলামত সংগ্রহ করেছে।
তিনি আরো জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা—ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
নিহতের গ্রামের বাড়ি খুলনার আড়ংঘাটা থানার তেলিগাতী গ্রামে। তার বাবা মৃত নবাব আলী। নজরুল দুই সন্তানের জনক ছিলেন।