জাতীয় ক্রিকেট লিগের এবারের আসরে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট পেলেন আলাউদ্দিন বাবু। সোমবার (২৯ সেপ্টেম্বর) ডানহাতি পেসারের তোপে পুড়েছে বরিশাল বিভাগ। রংপুরের পেসারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে রংপুর। সিলেট আন্তজাতিক ক্রিকেট মাঠে ৬ উইকেটে জিতেছে রংপুর। ১০৭ রানের লক্ষ্য মাত্র ১৩.৩ ওভারেই ছুঁয়ে ফেলেছে তারা।
টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট নেন আলাউদ্দিন। ৩.৩ ওভারে মাত্র ১৬ রান খরচ করে ৫ উইকেট নিয়ে তিনিই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। ৭৭ ম্যাচের ক্যারিয়ারে এটাই প্রথম ৫ উইকেট প্রাপ্তি তার। শুরুতে নাসির হোসেন রংপুরকে এগিয়ে নেন। দুই ওপেনার ইফতি ও রাফসানকে আউট করেন তিনি। ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট নেন নাসির। এরপর শেষ দিকে একের পর এক উইকেট নিতে থাকেন আলাউদ্দিন। তাতে বেসামাল হয়ে ১০৭ রানের বেশি করতে পারেনি বরিশাল।
তিন নম্বরে নেমে সর্বোচ্চ ২৭ রান করেন ফজলে মাহমুদ রাব্বি। উইকেটরক্ষক-ব্যাটার জাহিদুজ্জামান ১৮ বলে ২২ রানে অপরাজিত থাকেন। লক্ষ্য তাড়ায় ২০ বছর বয়সী অনিক মাতিয়ে রাখেন। ছোট টার্গেটে ছোট্ট ক্যামিও ইনিংস খেলেন। ৩৫ বলে ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন ৩ চার ও ৫ ছক্কয়। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।
এর আগে তানবীর হায়দার (৪), আব্দুল্লাহ আল মামুন (২৪), আকবর আলি (১৭) ও আলাউদ্দিন (০) ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি। তিন ম্যাচে রংপুরের এটি প্রথম জয়। সমান ম্যাচে এখনও জয় পায়নি বরিশাল।