নারায়ণগঞ্জের ভূঁইগড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক ওভারপাসের রেলিং ভেঙে নিচে পড়ে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোহর উদ্দিন মিয়া (৬৫)। তিনি ভূঁইগড়ে স্থানীয় একটি গ্যারেজে বসবাস করতেন। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল এসব তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাষারা থেকে সাইনবোর্ডগামী একটি ট্রাক ভূঁইঘর ওভারপাসে ওঠার পর চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই ট্রাকটি ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে এক অটোরিকশাচালক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঝুলে থাকা ট্রাকটি সরিয়ে নেয়।”