সাপ্তাহিক ছুটিসহ এবার শারদীয় দুর্গাপূজায় টানা চার দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। এ ছুটির সময়ে অনেকে ঘুরতে যান দেশের জনপ্রিয় পর্যটন স্পট কক্সবাজার সমুদ্র সৈকতসহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। এ উপলক্ষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন। ঢাকা-চট্টগ্রাম রুটেও চলবে বিশেষ ট্রেন।
ছুটি উদযাপনে কক্সবাজার ও চট্টগ্রামগামী যাত্রীদের সুবিধার্থে এ বিশেষ সেবা দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান জানিয়েছেন, টানা চার দিনের ছুটি উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে বিশেষ ট্রেন চলাচল করবে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা পৌনে ৩টায় চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করবে ‘ঢাকা স্পেশাল’। ট্রেনটি পৌনে ৩টায় চট্টগ্রাম ছেড়ে ঢাকায় পৌঁছাবে রাত ৮টায়। চট্টগ্রাম স্পেশাল ঢাকা থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়। একই শিডিউল মেনে ট্রেনটি চলবে ৪ অক্টোবর পর্যন্ত।
ট্যুরিস্ট স্পেশাল চলবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। বিশেষ এই ট্রেন ৩০ সেপ্টেম্বর ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়বে রাত সাড়ে ১০টায়। কক্সবাজার পৌঁছাবে সকাল ৬টা ৫০ মিনিটে। কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে সকাল সাড়ে ১১টায়। একই শিডিউল মেনে ট্রেনটি ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন চলাচল করবে।
প্রতিটি বিশেষ ট্রেনে ১৮টি বগি থাকবে। দিনে আসন থাকবে ৮৩৪টি এবং রাতের বেলায় ৭৮৯টি। ভাড়া নিয়মিত ট্রেনের মতো।