মা ইলিশ রক্ষায় এ বছর বাংলাদেশ বিমান বাহিনী ড্রোন দিয়ে পাহারা দেবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, ‘‘এ বছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে।’’
বুধবার (১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের রণদা প্রসাদ সাহার দুর্গামন্দির পরিদর্শন এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ফরিদা আক্তার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক, সুইজারল্যান্ডের অ্যাম্বাসির ডেপুটি হেড অফ মিশন দীপক ইলমার শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনে টাঙ্গাইলে আসেন।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আগামী ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ২২ দিনের বিশেষ অভিযান চালানো হবে। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ থাকবে।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘‘প্রতি বছরের মতো এ বছরও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা অক্টোবরের ৪ তারিখ থেকে শুরু হচ্ছে। চলবে ২৪ তারিখ পর্যন্ত। আমরা গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম, তাতে সফলতা আসে। এতে করে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ রক্ষা হয়।’’
তিনি আরো বলেন, ‘‘ইলিশ মাছ কম আহরণ হওয়ার মূল কারণ কারেন্ট জাল ও চায়না জাল। সেই কারণে এ বছর আমরা একটু বেশি সর্তক থাকব। আশা করছি, এ বছর একটু বেশি ইলিশ রক্ষা করতে পারব।’’
এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘‘সংস্কৃতি ধ্বংস করা যাবে না। সংখ্যালঘু শব্দটাই তো ঐক্যের বিপরীতে দাঁড়ায়। আমরা একতার কথা বলতে এসেছি। সকল সংস্কৃতিকে ভালবেসে এই দেশটা সুন্দর করার প্রতিজ্ঞা নিয়ে এসেছি।’’
এ সময় টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।