গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক জনি হোসেন (৩৫) নিহত হয়েছেন। বুধবার (১ অক্টোবর) উপজেলার মাজরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
জনি হোসেন যশোর জেলার চৌগাছা উপজেলার মোজাম্মেল হকের ছেলে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুর রহমান মুরাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘খুলনাগামী একটি ট্রাক মাজরা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেন। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে ট্রাকের চালক জনি হোসেন মারা যান। এ ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।’’