সারা বাংলা

নভেম্বরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন শুরুর দাবিতে কর্মসূচি ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নভেম্বর মাসেই নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরুর দাবিতে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে সংবাদ সম্মেলনে সংগঠনের প্রধান সমন্বয়কারী ও বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু হলে নির্বাচনি অনিশ্চয়তার কারণে তা ঝুলে যাওয়ার শঙ্কা আছে। তাই, নভেম্বরেই কাজ শুরু করতে হবে, যাতে পরবর্তী নির্বাচিত সরকারও এ প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখতে বাধ্য হয়।

কর্মসূচির মধ্যে আছে—আগামী ৫ অক্টোবর তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের পাঁচ জেলায় পদযাত্রা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান, ৯ অক্টোবর উপজেলা পর্যায়ে গণমিছিল ও গণসমাবেশ এবং ১৬ অক্টোবর তিস্তা নদীর তীরবর্তী ১০ উপজেলার ১১টি স্থানে একযোগে মশাল প্রজ্জ্বলন।

সংবাদ সম্মেলনে রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।