খেলাধুলা

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলী অনিক। তিনি অবশ্য বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন আনা হয়েছে। তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব নেই আজ। তাদের পরিবর্তে দলে এসেছেন সাইফউদ্দিন ও শরীফুল ইসলাম। আফগানিস্তান দলে তিনটি পরিবর্তন আনা হয়েছে। একাদশে এসেছেন মুজিব উর রহমান, আব্দুল্লাহ আহমদজাই ও ওয়াফিউল্লাহ তারাখিল।

টস জিতে জাকের আলি বলেন, “আমরা প্রথমে বল করতে চাই। গতকাল আমাদের ভালো শুরু হয়েছিল এবং ভালো পরিকল্পনা ছিল। আমরা ভালো বিশ্রাম নিয়েছি। এই ম্যাচের জন্য আশাবাদী। আমরা দুটি পরিবর্তন এনেছি।”

রশিদ খান বলেন, “আমরাও প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। গতকাল ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। তবে গতকালও আমরা প্রথমে ব্যাট করতে পেরে খুশি ছিলাম। এখানে সময় দিতে হয়। পরে ব্যাটিং করা সহজ হয়ে যায়। শুরুতেই বেশি উইকেট না হারানোর দিকে মনোযোগ দিতে হবে। প্রতিটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। আমরা ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপে ভালো করতে পারিনি। আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমরা ভালো করতে পারি। আমরা তিনটি পরিবর্তন এনেছি। মুজিব ফিরে এসেছে।”

আফগানিস্তানের একাদশ): রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), সেদিকুল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, দারবিশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, আব্দুল্লাহ আহমদজাই, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ ও মুজিব উর রহমান।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি (উইকেটকিপার ও অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ,  মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।