খেলাধুলা

বিরাট-রোহিতের ওয়ানডে অধিনায়কও গিল

মাহেন্দ্র সিং ধোনির থেকে অধিনায়কত্ব পেয়েছিলেন বিরাট কোহলি। কোহলির থেকে সেই ব্যাটন পান রোহিত শর্মা। হাতবদলে এইবার তা পেলেন শুভমান গিল। আগেই তাকে টেস্ট অধিনায়ক করা হয়েছিল। এইবার দেয়া হল ওয়ানডের দায়িত্ব।

ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে। রোহিত শর্মার পরিবর্তে অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রেয়াস আইয়ার।

রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও রাখা হয়েছে দলে। চোটের কারণে উইকেট কিপার রিশাভ পান্ত দলে নেই। তার পরিবর্তে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন তরুণ ধ্রুব জুরেল।

লম্বা সময় পর ওয়ানডে ক্রিকেটে মাঠে নামতে যাচ্ছে ভারত। মার্চে চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর ভারতের প্রথম সিরিজ এটি। চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা ১৫ সদস্যের ওয়ানডে দল থেকে পরিবর্তন আছে পাঁচটি। পার্থে ওয়ানডে সিরিজটি শুরু আগামী ১৯ অক্টোবর। পরের দুই ম্যাচ অ্যাডিলেড ও সিডনিতে, যথাক্রমে ২৩ ও ২৫ অক্টোবর।  টি-টোয়েন্টি পাঁচটি-টোয়েন্টিটি হবে ২৯ ও ৩১ অক্টোবর, ২, ৬ ও ৮ নভেম্বর। ২০ ওভারের ম্যাচের ভেন্যুগুলো যথাক্রমে ক্যানবেরা, মেলবোর্ন, হোবার্ট, গোল্ড কোস্ট, ব্রিজবেন।

ভারতের ওয়ানডে দল: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শার্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), আকসার প্যাটেল, লোকেশ রাহুল, নিতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দার, কুলদিপ জাদাব, হার্শিত রানা, মোহাম্মদ সিরাজ, আর্শদিপ সিং, প্রাসিধ কৃষ্ণা, ধ্রুব জুরেল, ইয়াশাসভি জয়সওয়াল।

ভারতের টি-টোয়েন্টি দল: সুরিয়াকুমার ইয়াদাভ (অধিনায়ক), আভিশেক শার্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), তিলাক ভার্মা, নিতিশ কুমার রেড্ডি, শিভাম দুবে, আকসার প্যাটেল, জিতেশ শার্মা, ভারুন চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ, আর্শিদপ সিং, কুলদিপ ইয়াদাভ, হার্শিত রানা, সাঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দার।