চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুর এলাকায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষে একজন নিহত এবং ১৩ জন গুলিবিদ্ধ হয়েছে। আজ শনিবার (৪ অক্টোবর) সকালে সংঘর্ষ হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান সংঘর্ষে হতাহতের তথ্য জানিয়েছেন। স্থানীয় ইয়াছিন ও রোকন-গফুর নেতৃত্বাধীন দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়েছে।
ওসি মুজিবুর রহমান জানান, গুলিবিদ্ধ হয়ে রোকন বাহিনীর এক সন্ত্রাসী মারা গেছে। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গুলিবিদ্ধ ১৩ জন হলেন, জাবেদ (৩৮), জাকির (৪৮), তানভীর (২৩), সিরাজুল ইসলাম (৪৩), ফজলুল করিম, ইসমাইল হোসেন বাবু (৩০), জাহিদুল ইসলাম (১৯), সৌরভ বড়ুয়া (১৭), মো. পারভেজ (২০), নুরুল আলম (৪০), শুক্কুর আলম (২২), রায়হান (১৮) ও শামীম (২৯)।
সংঘর্ষের ঘটনার পর স্থানীয়রা ১৫ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বলে জানিয়েছেন ওসি।