ক্যাম্পাস

কুরআন অবমাননার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক কুরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এ সময় তারা অবমাননাকারীর সর্ব্বোচ্চ শাস্তির দাবি জানান।

রবিবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘আল-কুরআনের অপমান, সইবে না’রে মুসলমান’, ‘কুরআন অবমাননাকারীর কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই, অপূর্বের ফাঁসি চাই’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই, কুরআন অবমাননাকারীর ফাঁসি চাই’ ইত্যাদি স্লোগান দেন।

মানববন্ধনে লোক প্রশাসন বিভগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম বলেন, “পবিত্র কুরআন পুরো মানবজাতির জন্য আলোর দিশারী। সেই কুরআন অবমাননার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যারা এ ধরনের কাজ করছে, তারা সুনির্দিষ্ট এজেন্ডা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। তারা আদর্শিক দিক থেকে আমাদের সাথে পেরে না উঠে কুরআন অবমাননার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। সরকারে উচিত এসব ন্যাক্কারজনক ঘটনার পেছনে কারা ইন্ধন দিচ্ছে, তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় নিয়ে আসা।”

গণিত বিভাগের শিক্ষার্থী গোলাম মুস্তফা বলেন, “গতকাল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল যে পবিত্র কুরআনে লাথি দিয়েছে, সে যেন আমাদের হৃদয়ে লাথি দিয়েছে। কিছুদিন পর পর আমরা এ ধরনের ঘটনা দেখতে পাই, যার সবচেয়ে বড় কারণ হলো সুনির্দিষ্ট আইন না থাকা। সরকারে উচিত অতিদ্রুত আইন প্রণয়ন করে এ ধরনের ধর্ম অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা।”

মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি গোল চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে গিয়ে শেষ হয়।

শনিবার (৪ অক্টোবর) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী অপূর্ব পাল কুরআন অবমাননা করেন। সেই অবমাননার ভিডিও নিজের ফেসবুকে পোস্ট। বিষয়টি ভাইরাল হলে সারাদেশে প্রতিবাদের ঝড় উঠে। ইতোমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ভাটরা থানা পুলিশ।