খেলাধুলা

নারী বিশ্বকাপেও হাত মেলালেন না ভারত-পাকিস্তানের দুই অধিনায়ক

পুরুষদের এশিয়া কাপে দেখা গিয়েছিল এমন দৃশ্য। টসের সময় ও ম্যাচ শেষে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছিলেন ভারতের ক্রিকেটাররা। এবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল নারীদের ওয়ানডে বিশ্বকাপেও।

রবিবার (৫ অক্টোবর) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নারী বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের টসে দেখা যায়, ভারতীয় অধিনায়ক হারমানপ্রিত কৌর ও পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা- দু’জনেই পরস্পরের সঙ্গে হাত মেলাননি। টস শেষে দুজনের মাঝখানে স্পষ্ট দূরত্ব। এ যেন দুই দেশের সম্পর্কের বরফ গলতে না পারার এক প্রতীকী ছবি।

ঘটনার শুরুটা হয়েছিল এশিয়া কাপ ২০২৫–এ। সেই টুর্নামেন্টে ভারতীয় পুরুষ দল, বিশেষ করে অধিনায়ক সুর্যকুমার যাদব টসের সময় পাকিস্তানের অধিনায়কের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান। এর জের ধরেই বাড়তে থাকে দুই বোর্ডের সম্পর্কের টানাপোড়েন।

বিতর্ক এখানেই থামেনি। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরও ভারতীয় দল ট্রফি গ্রহণ করেনি। কারণ, ট্রফি দিতে চেয়েছিলেন মোহসিন নাকভি। যিনি একসঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পিসিবির চেয়ারম্যান এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও।

ভারতীয় বোর্ড তার উপস্থিতিতে ট্রফি গ্রহণে অনাগ্রহ প্রকাশ করলে দীর্ঘ ৯০ মিনিট বিলম্বের পর দলটি ট্রফি ছাড়া উদ্‌যাপন করে শিরোপাজয়।

বিশ্বকাপে মুখোমুখি হওয়ার আগেই অনেকেই প্রশ্ন তুলেছিলেন-নারী দলগুলো কি সেই অনাকাঙ্ক্ষিত প্রথা ভাঙবে? কিন্তু টসের মুহূর্তে যা দেখা গেল, তা স্পষ্ট জানিয়ে দিল- রাজনীতি ও কূটনৈতিক টানাপোড়েন এবারও ছায়া ফেলেছে ক্রিকেটের মাঠে।

কলম্বো এই ম্যাচে পাকিস্তানের ‘নিরপেক্ষ ভেন্যু’ হিসেবে কাজ করছে। কারণ, রাজনৈতিক কারণে দুই দেশ একে অপরের মাটিতে খেলে না।