রাজধানীর গেন্ডারিয়ায় অজ্ঞাত এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ২৫ বছর।
রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে গেন্ডারিয়া রেল স্টেশনের উত্তর পাশের ফাঁকা জায়গা থেকে ওই লাশ উদ্ধার করে গেন্ডারিয়া থানা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক আনাম বলেছেন, রবিবার সকালে স্থানীয় বাসিন্দা রাজনের মাধ্যমে খবর পাই, গেন্ডারিয়া রেল স্টেশনের উত্তর পাশে কাদাযুক্ত ফাঁকা জায়গায় একটি গলাকাটা লাশ পড়ে আছে। সঙ্গে সঙ্গে আমার ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীর মরদেহ উদ্ধার করি। তার গলা, মুখমণ্ডল, হাতসহ শরীরের বিভিন্ন জায়গায় অনেকগুলো ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।
তিনি আরো বলেন, এটি হত্যাকাণ্ড। এছাড়া, ধর্ষণের আলামত পাওয়া গেছে। তথ্য-প্রযুক্তির মাধ্যমে তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ঘাতকদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।