খেলাধুলা

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে আজ রবিবার (০৫ অক্টোবর) রাতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলী। তিনি অবশ্য বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশের একাদশে আজ একটি পরিবর্তন আনা হয়েছে। মোস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে এসেছেন তানজিম হাসান সাকিব। আফগানিস্তান দলেও একটি পরিবর্তন আনা হয়েছে। নুর আহমদের পরিবর্তে একাদশে এসেছেন বশির আহমদ।

টসের পর জাকের আলী বলেন, “আমরা আগে বল করতে চাই। উইকেটটা দারুণ, আর এই কৌশল আমাদের জন্য ভালো কাজ করছে, তাই আমরা বোলিং নিয়েই শুরু করতে চাই। দল হিসেবে আমরা অনেক ভালো কাজ করেছি এবং ইতিবাচক মানসিকতা ধরে রেখেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে ভালো ফিল্ডিং করাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিপক্ষ শক্তিশালী, তাদের দলে বিশ্বমানের স্পিনার আছে। তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে আমাদের আগ্রাসী হতে হবে। আমাদের একটাই পরিবর্তন- মোস্তাফিজ খেলছেন না, তার জায়গায় খেলছেন তানজিম হাসান।”

রশিদ খান বলেন, “আমরাও আগে ব্যাট করতে চেয়েছিলাম। উইকেটটা ব্যাটিংয়ের জন্য ভালো, তবে পরে গিয়ে কঠিন হয়ে উঠতে পারে। প্রথম দশ ওভারে ব্যাটিং ও বোলিং- দুটোতেই ভালো করতে হবে। আগে আমাদের দলে বিকল্প খুব কম ছিল, কিন্তু এখন ভালো কিছু খেলোয়াড় পেয়েছি। অধিনায়ক হিসেবে আমার হাতে এখন অনেক অপশন। আমাদের একটাই পরিবর্তন- নূর আহমদ খেলছেন না, তার জায়গায় খেলছেন বশির আহমদ।”

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক ও উইকেটকিপার), শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

আফগানিস্তানের একাদশ: সেদিকুল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ওয়াফিউল্লাহ তারাখিল, দারবিশ রাসুলি, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান (অধিনায়ক), আব্দুল্লাহ আহমদজাই, মুজিব উর রহমান ও বশির আহমদ।