রাজনীতি

ইইউ প্রতিনিধি দলের স‌ঙ্গে বৈঠক, অংশগ্রহণমূলক নির্বাচন চায় জাতীয় পার্টি

‌নির‌পেক্ষ প্রশাসন, আইন শৃঙ্খলা প‌রি‌স্থি‌তির উন্ন‌তিসহ সুষ্ঠু নির্বাচ‌নের প‌রি‌বেশ নি‌শ্চিত কামনা ক‌রে জাতীয় পা‌র্টি অংশগ্রহণমূলক নির্বাচ‌ন চায় ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দল‌টির একাং‌শের মহাস‌চিব এ‌বি এম রুহুল আমিন হাওলাদার।

ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী অনুসন্ধান দলের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলকে তি‌নি একথা জানান।

রবিবার রা‌তে জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলার গুলশানের বাসভবনে ইইউ প্রতি‌নি‌ধি দ‌লের স‌ঙ্গে জাতীয় পা‌র্টির প্রতি‌নি‌ধি দ‌লের বৈঠক অনু‌ষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী অনুসন্ধান দলের প্রধান মেটে বাক্কেন ও সদস্য ম্যানুয়েল ওয়ালির স‌ঙ্গে আসন্ন নির্বাচনসহ বি‌ভিন্ন বিষ‌য়ে আ‌লোচনা ক‌রেন জাপা নেতারা।

জাতীয় পার্টির প্রতি‌নি‌ধি দ‌লের নেতৃত্ব দেন দল‌টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। উপ‌স্থিত ছি‌লেন দ‌লের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, পার্টির নির্বাহী চেয়ারম্যান সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নু ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা।

বৈঠক প্রস‌ঙ্গে সোমবার মাসরুর মাওলা জানান, তা‌দের স‌ঙ্গে অত‌্যন্ত হৃদ্যতাপূর্ণ প‌রি‌বে‌শে আমা‌দের আ‌লোচনা হ‌য়ে‌ছে। নির্বাচন ও দেশের সামগ্রিক পরিস্থিতি নি‌য়ে মত‌বি‌নিময় হ‌য়ে‌ছে। তারাও আসন্ন নির্বাচন নির‌পেক্ষ ও অংশগ্রহণমূলক করার বিষ‌য়ে জোর দি‌য়ে‌ছেন। আমাদের পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ তাদেরকে জানিয়েছেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। তাই আগামী নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করতে চায়। কিন্তু নির্বাচনের আগে যে পরিবেশ দরকার সে সেই ধরনের স্থিতিশীল পরিবেশ এখনো দেশে দৃশ্যমান নয়।

তিনি তাদের আরো বলেছেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাদের অনেকের বিরুদ্ধে সাজা‌নো হত্যা মামলা দেয়া হয়েছে। যদিও সরকার এই মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য নতুন আইন করেছে। কিন্তু সে আইনের বাস্তব প্রয়োগ এখন আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে এবং যাদের বিরুদ্ধে মামলা নাই এমন অ‌নেক নেতা‌কে স্বাভা‌বিক বিদেশ যে‌তে দেওয়া হ‌চ্ছে না। সুষ্ঠু নির্বাচনের স্বা‌র্থে দ্রুত মিথ‌্যা মামলা ও বি‌দেশ যাত্রার নি‌ষেধাজ্ঞা প্রত্যাহার করা দরকার।

বৈঠকে ইইউ প্রতিনিধি দল আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জাতীয় পার্টির পরিকল্পনা জানতে চে‌য়ে‌ছেন জা‌নি‌য়ে মাসরুর মাওলা ব‌লেন, বৈঠ‌কে ইইউ প্রতি‌নি‌ধি দল‌কে আমাদের পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার জানি‌য়ে‌ছেন, জাতীয় পার্টি সবসময় অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। ৯০ এর পর একটি বাদে আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করেছি। নির্বাচ‌নের বে‌শিদিন বাকি নাই, কিন্তু এখনও সুষ্ঠু প‌রি‌বেশ দেখছি না। শতভাগ সুষ্ঠু প‌রি‌বেশ নি‌শ্চিত ক‌রে অংশগ্রহণমূলক নির্বাচ‌নের প‌ক্ষে জাতীয় পা‌র্টি। এ বিষয়‌টি তা‌দের অব‌হিত করা হ‌য়ে‌ছে।

বৈঠ‌কে দ‌লের মহাস‌চিব আগামী নির্বাচনে জাতীয় পা‌র্টি জোট গঠন করে ভোট করতে পা‌রে ব‌লেও জা‌নি‌য়ে‌ছেন। তবে কাদের সাথে জোট হবে, কোন প্রক্রিয়ায় জোট হবে সেটি পরবর্তীতে পার্টির ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে ব‌লেও জা‌নি‌য়ে‌ছেন হাওলাদার। 

এ সময় তিনি ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের কাছে অনুরোধ জানিয়েছেন, যেন তারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়তা করেন।