বিসিবির সাবেক ম্যাচ রেফারি দেবব্রত পালের জন্য এবারের বিসিবি নির্বাচনটা বেশ চ্যালেঞ্জিং ছিল। ক্যাটেগরি-৩ এর নির্বাচনে তার বিপক্ষে ছিলেন জাতীয় দলের সাবেক ও অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
শোনা যাচ্ছিল মাসুদের প্রতি সরকার পক্ষের বিশেষ স্নেহ ও নজর আছে। তাই দেবব্রতর জন্য ব্যালট বক্সের লড়াইটা ছিল কঠিন। ফলাফলে সেই ছাপ স্পষ্ট৷
ক্যাটাগরি-৩ এ ছিলেন বিশেষ সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষাবোর্ড, সার্ভিসেস দল। ৪৫ জনের মধ্যে ভোট দেন ৪৩ জন। ৫ জন ই-ভোট এবং ৩৭ জন সশরীরে ভোট দিয়েছেন। যেখানে খালেদ মাসুদ পেয়েছেন ৩৫ ভোট। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা দেবব্রত পাল ৭ ভোট পেয়েছেন। বাকি একটি ভোট বাতিল হয়েছে বলে জানা গেছে।
এদিকে নির্বাচনে হারের পর ফলাফল বর্জন করেছেন দেবব্রত পাল।