বিনোদন

লিফটে আটকে আতঙ্কে নায়িকা, এক ঘণ্টা পর উদ্ধার

রাজধানীর উত্তরায় লিফটে আটকে ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। প্রায় এক ঘণ্টা ‘দমবন্ধ অবস্থার’ পর ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করা হয় তাকে। 

আটকে থাকার সেই মুহূর্তের অভিজ্ঞতা নিজেই জানিয়েছেন নীলা। মোবাইলে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এ অভিনেত্রী বলেন, “হঠাৎ লিফট থেমে যাওয়ায় ভেতরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।”  

ভিডিওতে দেখা যায়, ভয় সামলাতে নীলা নিজেই নিজের সঙ্গে কথা বলছেন। এরপর ব্যাগ থেকে বোতল বের করে পানি পান করছেন। 

পরবর্তীতে উত্তরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রথমে লিফটের দরজা সামান্য খুলে দেন, যাতে ভেতরে বাতাস চলাচল করতে পারে। দীর্ঘ এক ঘণ্টার চেষ্টার পর অভিনেত্রীকে উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। 

ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই উদ্বেগ প্রকাশ করলেও শেষ পর্যন্ত উদ্ধারের খবরে স্বস্তি প্রকাশ করেন নীলার ভক্ত-অনুরাগীরাভ 

লাক্স তারকা হিসেবে শোবিজে যাত্রা শুরু করেছিলেন নীলাঞ্জনা নীলা। ছোট পর্দার বেশ কিছু জনপ্রিয় নাটক ও টেলিফিল্মে অভিনয়ের পাশাপাশি বদরুল আনাম সৌদের চলচ্চিত্র ‘শ্যামা কাব্য’-তেও অভিনয় করেছেন তিনি।