বরগুনায় বিকাশে প্রতারণার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম টিম ও গোয়েন্দা পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে বরগুনার আমতলীর টিয়াখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মাছুয়াখালী নাসির উদ্দিনের ছেলে মো. সুজন (৩০), বরগুনার আমতলী উপজেলার টিয়াখালী এলাকার দেলোয়ার মুন্সীর ছেলে আব্দুর রহমান (২৫) ও তার স্ত্রী সুমি (২২)।
ডিবি পুলিশ জানায়, গত ১ মাস যাবত বরগুনা জেলার বিভিন্ন থানা হতে সাধারণ লোকজন বিকাশ প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে বেশ কয়েকটি মামলা হয় বরগুনার বিভিন্ন থানায়। অভিযোগগুলো আমলে নিয়ে নিবির পর্যবেক্ষণ ও তথ্য-প্রযুক্তি ব্যবহার করে অপরাধী শনাক্ত করেন জেলা সাইবার ক্রাইম টিম। এরপর রবিবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে সাইবার ক্রাইম টিম ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) আমতলীর টিয়াখালী এলাকা থেকে প্রতারকদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বরগুনা ক্রাইম টিম সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক চক্রের সদস্যরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন যাবত বিভিন্ন লোকজনকে ফোন করে আত্মীয় স্বজন অসুস্থ বা অন্য কোনো স্পর্শকাতর বিষয়ের কথা বলে এ ধরনের প্রতারনামূলক কর্মকাণ্ড করে আসছে। তাদের কাছ থেকে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আসামিদের আমতলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান জানান, বিকাশের মাধ্যমে প্রতারণায় ভুক্তভোগী আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বাজারের রাকিবুল খান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। সেই মামলায় গ্রেপ্তার করা হয়েছে স্বামী-স্ত্রীসহ তিনজনকে। এছাড়া তাদের বিরুদ্ধে বরগুনা জেলা এবং অন্যান্য জেলায় প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।