ঢাকা-আরিচা মহাসড়কে বাসের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) এক শিক্ষার্থী আহত হয়েছেন।
হাইওয়ে পুলিশের সহায়তায় এ দুর্ঘটনায় জড়িত ‘সি লাইন’ পরিবহনের ঢাকা মেট্রো ব:১৪-৭৭৭৪ নম্বর বাসটিকে আটক করে মালিক পক্ষের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সোমবার (৬ অক্টোবর) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। আহত সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।
আটক বাসের চালক বকুল খন্দকার (৬০) বলেন, “আমি রেডিও কলোনির জ্যামে দাঁড়িয়ে ছিলাম, ডানে অল্প ফাকা জায়গা ছিল, সেখানেই ওই শিক্ষার্থীর বাইকটা দাঁড়িয়ে ছিল। আমি সেটা খেয়াল করিনি। জ্যাম ছাড়ালে না দেখেই টান দেই, এতে মোটরসাইকেলে বসা শিক্ষার্থী ঝুঁকি বুঝে ডিভাইডার টপকে লাফ দেয়, সেখান থেকেই তার পায়ে আঘাত লাগে। মোটরসাইকেলটি গাড়িতে লেগে কিছুটা ক্ষতিগ্রস্থ হয়। সবকিছু বাবদ আপোষের মাধ্যমে আমরা ক্ষতিপূরণ দিয়েছি।”
সাভার হাইওয়ে থানার কর্তব্যরত এসআই আনজিল আহমেদ বলেন, “আমরা দূর্ঘটনার পর সেখানে পৌঁছে গাড়ি জব্দ করেছি। উভয় পক্ষের মীমাংসার মাধ্যমে ক্ষতিপূরণ বাবদ ৫০ হাজার টাকা জরিমানা করেছি। জরিমানা ভিক্টিমকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও চালককে সড়ক ও পরিবহন আইনের ৮৭ নং ধারায় মামলা দেওয়া হয়েছে। সেখানে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরো কিছু আইনগত প্রক্রিয়া শেষে গাড়ি হস্তান্তর করা হবে।”
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. রাসেল মিয়া বলেন, “আমরা দূর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রক্টর স্যারসহ ঘটনাস্থলে পৌছায়। আহত শিক্ষার্থীকে হাসপাতালে পাঠিয়ে গাড়ি জব্দ করি এবং ক্ষতিপূরণ বাবদ উভয়ের সম্মতিতে মালিক পক্ষ থেকে ৫০ হাজার টাকা আদায় করে আহত শিক্ষার্থীকে দেওয়া হয়েছে।”