জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে জিতেই চলেছে খুলনা। সবশেষ আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে তারা বৃষ্টি আইনে ১১ রানে হারিয়েছে সিলেট বিভাগকে।
এটা ছিল এবারের আসরে খুলনার টানা পঞ্চম জয়। আর এই জয়ে ৭ ম্যাচ থেকে ১১ পয়েন্ট সংগ্রহ করে নেট রান রেটে পিছিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে খুলনা। শুধু তাই নয়, তারা এবারের আসরের প্রথম কোয়ালিফায়ারও নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (০৯ অক্টোবর) বিকেলে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে তারা শীর্ষে থাকা চট্টগ্রামের মুখোমুখি হবে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট বিভাগ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৬ ওভারে ৬ উইকেটে ১৩৬ রান করে। জবাবে ১১ ওভারে ৪ উইকেটে ১০৩ রান করার পর বৃষ্টিতে আর ম্যাচটি মাঠে গড়ায়নি। তাতে বৃষ্টি আইনে ১১ রানে জয় পায় খুলনা।
খুলনার হয়ে টপ অর্ডারের ব্যাটসম্যানরা আজও রান পান। ইমরানুজ্জামান ২২ বলে ৪টি চার ও ১ ছক্কায় করেন ৩১ রান। সৌম্য সরকার করেন ১২ বলে ৪টি চার ও ১ ছক্কায় ২৪ রান। আর এনামুল হক বিজয় ১৯ বলে ৩টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলে বৃষ্টিতে মাঠ ছাড়েন।
বল হাতে সিলেটের নাবিল সামাদ ৩ ওভারে ২৬ রানে ২টি ও নাঈম হোসেন সাকিব ৩ ওভারে ২৫ রানে নেন ২টি উইকেট।
তার আগে সিলেটের ইনিংসে অধিনায়ক খালিদ হাসান ২৩ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩১ রান করেন। আরেক উদ্বোধনী ব্যাটসম্যান অমিত হাসান করেন ২৭ রান। এছাড়া আসাদুল্লাহ আল গালিব ২৬ ও খালেদ আহমেদ করেন ২৬ রান।
বল হাতে খুলনার শেখ পারভেজ জীবন ৪ ওভারে ১৬ রান দিয়ে ৪টি উইকেট নেন। ম্যাচসেরাও হন তিনি। ২ ওভারে ২২ রান দিয়ে অপর উইকেটটি নেন জিয়াউর রহমান।