৬ নভেম্বর দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে আয়ারল্যান্ড। এজন্য দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড।
৪ নতুন মুখ নিয়ে টেস্ট খেলতে আসছেন তারা। টেস্টের তুলনায় তাদের টি-টোয়েন্টি দল বেশি অভিজ্ঞ। মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ সফরের টেস্ট ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আয়ারল্যান্ড।
প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন ক্যাড কারমাইকেল, লিয়াম ম্যাকার্থি জর্ডান নিল ও স্টিফেন ডোহেনি। এছাড়া লেগ স্পিনার গ্যাভিনকেও রাখা হয়েছে। এর আগে একাধিকবার তাকে দলে নেয়া হয়েছিল। কখনও ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।
২০২৩ সালে আয়ারল্যান্ড বাংলাদেশে এসে একটি টেস্ট খেলেছিল। যেই ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৭ উইকেটে। ওই স্কোয়াডে থাকা ৭ জন এবার দুই ম্যাচের সিরিজ খেলতে আসবেন।
হাঁটুর চোট থেকে সেরে উঠে দলে ফিরেছেন মার্ক অ্যাডায়ার। তবে তিনি কেবল টি-টোয়েন্টি সিরিজেই খেলবেন। এই সংস্করণে ফিরেছেন আরেক পেসার জস লিটলও। এছাড়া তারকা ব্যাটার হ্যারি টেক্টরের ভাই টিম টেক্টরও ফিরেছেন টি-টোয়েন্টি দলে।
দুই দলের এটাই প্রথম পূর্ণাঙ্গ টুর্নামেন্ট হতে যাচ্ছে। সিলেটে প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর। পরের ম্যাচ ১৯ নভেম্বর মিরপুরে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে চট্টগ্রামে। ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। পরের দিন আয়ারল্যান্ড ক্রিকেট দল বাংলাদেশ ছাড়বে।
আয়ারল্যান্ড টেস্ট স্কোয়াড
অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, ক্যাড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, গ্যাবিন হো, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, লিয়াম ম্যাকার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়ং।
আয়ারল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড
পল স্টার্লিং, মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন কালিৎজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেজ, জস লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।