কাজী আশরাফ
তোমরা নিশ্চয় জানো, এক সময় মানুষ গুহায় বাস করত। গুহা অর্থাৎ মাটির নিচে বা পাথর কেটে গর্ত করে সেখানে বাস করার মতো উপযোগী স্থান। এই এখন যেমন তোমরা বাড়ি বানিয়ে সেখানে বাস করো ঠিক তেমনি। মানুষ যখন সভ্য হলো তখন তারা ঘরবাড়ি বানাতে শিখল। সমাজবদ্ধভাবে বসবাস করতে শিখল। এই যে মানুষের গুহার জীবন, এই জীবনে শিল্প বা কোনো সামাজিক কর্মকাণ্ডের হদিস পাওয়া কঠিন। কারণ সে তো অনেক অনেক বছর আগের কথা।
অবাক করা বিষয় হলো, সে সময়ের অনেক গুহার সন্ধান পাওয়া গেছে। এর মধ্যে অন্যতম হলো অজন্তা ও ইলোরা গুহা। এই গুহাগুলোতে চিত্র রয়েছে। এই চিত্রগুলো সভ্যতার আধুনিক নিদর্শন। তোমরা নিশ্চয় অজন্তা ও ইলোরা গুহাচিত্রগুলোর কথা শুনেছ। পাথর খোদাই করে এই দুটি গুহা তৈরি করা হয়। ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরের ১০২ কিলোমিটার উত্তরে অজন্তা নামক স্থানে গুহাগুলো অবস্থিত। এর ঠিক ২৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ইলোরা গ্রামে ইলোরা গুহাচিত্রগুলো অবস্থিত।
অজন্তায়
ইলোরার
ইলোরা ও অজন্তা গুহা শিল্পকর্মের মহিমার জন্য আজও অসাধারণ এক অপূর্ব শৈলী হিসেবে চিহ্নিত হয়ে আছে। শুধু তাই নয়, মানুষের শিল্প সভ্যতা বিকাশের প্রথম নিদর্শন হিসেবে এই শিল্পকর্ম এখনও বিশ্বনন্দিত। রাইজিংবিডি/ঢাকা/২১ অগাস্ট ২০১৪/তাপস রায়