মুন্সীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে একটি বেসরকারি টেলিভিশনের চিত্র সাংবাদিক রাহিদ হোসেনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় ভুক্তেভোগীর স্বজনদের তিনটি ঘর ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে আরো কয়েকজেনের ওপর হামলা হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ৩টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রমজান বেগ পূর্ব পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহত রাহিদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিত্র সাংবাদিক হিসেবে কর্মরত।
এ ঘটনায় মো. স্বাধীন, ইমন, রাজু, হালিম, ফয়েজ কাজী, সেলিম ও সূচনা আক্তারসহ ৮ জনের নাম উল্লেখ করে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সংবাদিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ মীমাংসার জন্য গতকাল দুপুরে এক পক্ষ অপর পক্ষের সঙ্গে কথা বলতে যায়। এসময় দুই পক্ষের লোকজন কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন রাহিদ। প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। তারা ভুক্তভোগীর স্বজনদের তিনটি বসত ঘর ভাঙচুর করেন। বাঁধা দিলে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয় আরো কয়েকজনকে।
স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসা শেষে ভর্তি করা হয় দুইজনকে।
আহত রাহিদ বলেন, “২০ থেকে ৩০ জন আমার ওপর হামলা চালান। তারা আমাকে পিটিয়ে সঙ্গে থাকা মোটরসাইকেল ভাঙচুর ও মোবাইল নিয়ে যায়। আমরা থানায় অভিযোগ করেছি।”
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার সাহা জানান, আহত সাংবাদিক রাহিদ হোসেনকে গুরুতর জখম অবস্থায় আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. সাইফুল আলম ঘটনাটি নিশ্চিত করে বলেন, “জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”