কেরানীগঞ্জ মডেল থানার রুহিতপুর ইউনিয়নের সবুজ ছায়া আবাসিক এলাকার কাশবন থেকে বাচ্চু মিয়া (৬৫) নামে এক অটোরিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে মরদেহটি উদ্ধার হয়।
নিহতের মেয়ে পাখি বলেন, “গত সোমবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন বাবা। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছিলো না। মঙ্গলবার বিকেল ৪টার দিকে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে আমাদের খবর দেন। আমরা গিয়ে বাবার মরদেহ শনাক্ত করি।”
কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল হক ডাবলু জানান, কাশবনের ভেতর থেকে মরদেহ উদ্ধার করেন পুলিশ সদস্যরা। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।