সারা বাংলা

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে দেশটির দুখুম সিদ্দা নামক এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহতদের সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে উপজেলার সারিকাইত ইউনিয়নের পাঁচজন, মাইটভাঙা ইউনিয়নের একজন এবং রহমতপুর ইউনিয়নের একজন রয়েছেন। 

সন্ধীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন- সারিকাইতের আমিন মাঝি, মো. আরজু, মো. রকি, সাহাব উদ্দিন ও মো. বাবলু, মাইটভাঙার মো. জুয়েল এবং রহমতপুরের মো. রনি।

সন্ধীপের নিহত প্রবাসীদের পারিবার সূত্র জানায়, সাগরে মাছ ধরার কাজ শেষে বাড়ি ফেরার সময় প্রবাসীদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

নিহত সাহাব উদ্দিনের বাবা মো. সিদ্দিক জানান, তার ছেলে মাছ ধরার বোটে কাজ করত। কয়েক দিন সাগরে থাকার পর বুধবার বাসায় ফেরার পথে দুর্ঘটনায় মারা গেছেন তিনি।

সারিকাইত ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাছলিমা বেগম বলেন, ‍“‍আমাদের এই ইউনিয়নের পাঁচ প্রবাসীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিটি পরিবারে চলছে শোক আর কান্নার মাতম।”