সরকারের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে ঝালকাঠির রাজাপুরে তিন জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরির নেতৃত্বে উপজেলার বিষখালী নদীতে অভিযান চালিয়ে তাদের আটকের পর সাজা দেওয়া হয়।
সাজা পাওয়া জেলেরা হলেন- মো. শাওন ইসলাম (১৯), মো. ফয়সাল হাওলাদার (২৭), এবং মো. শাহিন ফকির।
অভিযানে জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান ইউএনও রিফাত আরা মৌরি।
মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।