বিনোদন

‘সৃজনশীল কিছু জিনিস বাইবর্ন হয়ে থাকে, আমার ছোট্ট বাচ্চাটাও তাই’

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। অভিনয়ের পাশাপাশি ব্যবসাও শুরু করেছেন এই অভিনেত্রী। ‘বডি’ নামে তার একটি পোশাকের ব্র্যান্ড রয়েছে। তার এই ব্যবসা প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন পুত্র শাহীম মুহাম্মদ পূণ্যকে। পুত্রকে পদ্ম নামেও ডাকেন ‘মা’ পরীমণি। 

মাতৃত্বের অভিজ্ঞতা থেকেই ‘বডি’ ব্র্যান্ডের জন্ম বলে জানিয়েছেন পরীমণি। সন্তান জন্মের পর একজন মা যেসব শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন, তার বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘বডি’ এর পণ্যসম্ভার। 

পরীমণির প্রতিষ্ঠানের তৈরি পোশাকের ফটোশুটে অংশ নিয়েছে ছোট্ট পদ্ম। তার কিছু ছবিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন। পাশাপাশি শুটিংয়ে ছোট্ট পদ্ম কেমন পারফর্ম করে, সেই অভিজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী।  

‘বডির’ পোশাকে মডেল পদ্ম

পরীমণি বলেন, “সৃজনশীল কিছু জিনিস বাইবর্ন হয়ে থাকে। আমার এই ছোট্ট বাচ্চাটাও তাই। ক‍্যামেরা ওর জন্য নতুন কিছু না। খুব ছোট থেকেই তো মায়ের শুটিং দেখে বড় হয়েছে সে। ও মনোযোগ দিয়ে ডিরেকশন শোনে, বোঝার চেষ্টা করে এবং সে তার সেরাটা করে দেখায়। মাশআল্লাহ।” 

পুত্রের জন্য দোয়া চেয়ে পরীমণি লেখেন, “আমার পদ্মফুলকে আপনাদের ভালোবাসায় রাখবেন।” 

পরীমণি

গ্ল্যামারকন্যা পরীমণি ভালোবেসে বিয়ে করেন অভিনেতা শরিফুল রাজকে। এ সংসার আলো করে জন্ম নেয় পুত্র পদ্ম। যদিও এ সংসার বেশিদিন টেকেনি। পরবর্তীতে একটি কন্যাসন্তান দত্তক নেন পরীমণি; কন্যার নাম রেখেছেন প্রিয়ম। বিচ্ছেদের পর পুত্র-কন্যাকে নিয়ে নিজের মতো জীবনযাপন করছেন এই অভিনেত্রী।