অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা সেফ এক্সিটের উপায় খুঁজছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “আপনিও (নাহিদ) উপদেষ্টা ছিলেন। কোন কোন উপদেষ্টা দুর্নীতি করছেন, আপনি ভালো জানেন। সেই উপদেষ্টাদের তালিকা দিন।”
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগীলি ইউনিয়নে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৩০ বছর ধরে গরুর পরিবর্তে ঘানি টানা মোস্তাকিম-ছকিনা দম্পতিকে তারেক রহমানের পক্ষ থেকে দুটি ভ্যান ও নগদ টাকা প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’।
রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছিল। তার বেলায় সেফ এক্সিটের কথা বার বার বলা হয়েছিল। এখন কেন সেফ এক্সিটের প্রসঙ্গ আসছে? ফ্যাসিবাদবিরোধী সকল আন্দোলনকারী এ সরকারকে সমর্থন দিয়েছে। নাহিদ ইসলামও এই সরকারের একজন উপদেষ্টা ছিলেন। তাহলে তিনি উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা বলছেন কেন?
সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বেবী নাজনীন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।
সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে ‘গরু ছাড়াই ৩০ বছর ধরে ঘানি টানছেন স্বামী-স্ত্রী’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ পায়। সেই সংবাদ দেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মোস্তাকিম-ছকিনার পরিবারের জন্য দুটি ভ্যান ও নগদ ৫০ হাজার টাকা দেন। একই অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ দুজনের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।