আইন ও অপরাধ

সাইবার সুরক্ষা অধ্যাদেশে বড় পরিবর্তন, বাতিল হবে পুরনো দণ্ড ও মামলা

সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশে বড় ধরনের সংশোধনী আনছে। এর ফলে ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর অধীনে দেওয়া আগের কয়েকটি ধারার আওতায় দণ্ডিত ব্যক্তিদের সাজা ও মামলা বাতিল বলে বিবেচিত হবে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার তথ্য-প্রযুক্তিবিষয়ক সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এ বিষয়ে বিস্তারিত জানান।

কী পরিবর্তন আসছে সংশোধিত প্রস্তাবে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩১ ধারার অধীনে যেসব মামলা এখনো নিষ্পত্তি হয়নি বা তদন্তাধীন আছে, সেগুলো বাতিল হবে। এসব ধারায় আগে দেওয়া সাজা ও জরিমানাও অকার্যকর হিসেবে বিবেচিত হবে।

এ সংশোধন কার্যকর হলে এসব ধারার অধীনে পুলিশ, ট্রাইব্যুনাল বা আদালতের অধীনে থাকা কোনো মামলাই আর চলবে না এবং নতুন করে কোনো আইনি পদক্ষেপ নেওয়া যাবে না।