খেলাধুলা

মায়ের দেশে দ্বিতীয় ম্যাচেই জয় পেলেন রস টেইলর

নিউ জিল্যান্ডের সাবেক তারকা ব্যাটসম্যান রস টেইলর তার মায়ের দেশ সামোয়ার হয়ে খেলতে শুরু করেছেন। আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া ও ইস্ট এশিয়া প্যাসিফিক (ইএপি) অঞ্চলের বাছাইপর্বের ম্যাচে ওমানের বিপক্ষে তার অভিষেক হয়েছিল বুধবার। অভিষেক ম্যাচে তারা হেরে গিয়েছিল ওমানের কাছে। তবে বৃহস্পতিবার (০৯ অক্টোবর) রাতে দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে সামোয়া। ৬ উইকেটে হারিয়েছে পাপুয়া নিউ গিনিকে।

ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে পাপুয়া নিউ গিনি আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রান করে। জবাবে ১৮.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৮ রান করে জয় নিশ্চিত করে সামোয়া।

ব্যাট হাতে সামোয়াকে জেতান সিয়ান সোলিয়া। তিনি ৪৫ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেন। এছাড়া বেঞ্জামিন মাইলাটা ১৯, দারিউস ভিজের ১৪ ও ক্যালেব জাসমাত অপরাজিত ১১ রান করেন। রস টেইলর ব্যাট করতে নামলেও ১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন।

তার আগে বল হাতে সামোয়ার সলোমান নাশ ৪ ওভারে ২৪ রান দিয়ে ৪টি উইকেট নেন। দারিউস ৪ ওভারে ১৯ রানে নেন ২টি উইকেট। তাদের বোলিং তোপে ১১৭ রানে অলআউট হয় পাপুয়া নিউ গিনি। ব্যাট হাতে নিউ গিনির অধিনায়ক আসাদ ভালা ১ চার ও ২ ছক্কায় ৩৮, গুদি টোকা ৩ চার ও ১ ছক্কায় ২৯, সেসে বাউ ১৩ ও বইয়ো রায় করেন ১১ রান।

এই জয়ে ২ ম্যাচের ১টি জিতে ২ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে সমোয়া। তাদের সুপার সিক্সে যাওয়া সম্ভাবনা টিকে আছে। ওমান এক ম্যাচ খেলে জিতে আছে টেবিলের শীর্ষে। আজ রাতে শেষ ম্যাচে তারা পাপুয়া নিউ গিনির মুখোমুখি হবে।

বাছাইপর্বে সুপার সিক্সের পয়েন্ট টেবিলের সেরা তিনটি দল সুযোগ পাবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে।