শেরপুরের চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রাম থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১২ অক্টোবর) সকালে অটোরিকশা চালক হেলাল মিয়ার ঘরের মেঝে থেকে মরদেহটি উদ্ধার হয়।
পুলিশ মারা যাওয়া নারীর নাম-পরিচয় জানাতে পারেনি। এলাকাবাসী ভাষ্য, মারা যাওয়ার আগে তারা ওই নারীকে বিভিন্ন মাজারে ঘুরে বেড়াতে দেখেছেন।
স্থানীয়রা জানান, আজ সকালে স্থানীয় এক নারী হেলালের ঘরের মেঝেতে ওই নারীর মরদেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকেই হেলালের খোঁজ পাওয়া যাচ্ছে না।
তারা আরো জানান, মাঝে মধ্যে মারা যাওয়া নারীকে হেলালের বাড়িতে আসা-যাওয়া করতে দেখেছেন এলাকাবাসী। কী কারণে এই হত্যাকাণ্ড সে সম্পর্কে তারা কিছু জানাতে পারেননি।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, “সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”