মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান বিমান কিছুক্ষণ আগে ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরে অবতরণ করেছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি জিম্মিদের মুক্তির তদারকি করতেই তার এই সফর।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ট্রাম্পকে স্বাগত জানাতে বিমানবন্দরে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসরায়েলি সংসদ নেসেটে ট্রাম্প আজ ভাষণও দেবেন। এদিকে, ইসরায়েল তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব অনার’-এ ট্রাম্পকে সম্মানিত করার ঘোষণা দিয়েছে।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ গণমাধ্যমকে জানান, নেসেটে ট্রাম্পের সঙ্গে আজ বৈঠকের সময় তিনি তাকে এই পুরষ্কারের ব্যাপারে অবহিত করবেন।
হারজগ বলেন, ট্রাম্প ইসরায়েলের প্রতি ‘অটল সমর্থন’ দেখিয়েছেন- যার মধ্যে রয়েছে আব্রাহাম চুক্তি, ‘ঐতিহাসিক’ যুদ্ধবিরতি চুক্তি, ইসরায়েলি বন্দিদের মুক্তি নিশ্চিত করা এবং ইরানের বিরুদ্ধে মার্কিন হামলাসহ বিভিন্ন পদক্ষেপ।
ইসরায়েলে ৪ ঘণ্টার সফর শেষে ট্রাম্প মিসরের উদ্দেশ্যে রওনা দেবেন। গাজায় সংঘাত বন্ধে মিসরের পর্যটন শহর শারম আল-শেখে আজ সোমবার আলোচনায় বসছেন বিশ্বনেতারা। সেখানে হামাস ও ইসরায়েলের মধ্যে এরইমধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাতে ট্রাম্প সই করতে পারেন বলে মনে করা হচ্ছে।
এই চুক্তি অনুষ্ঠানের সহ-সভাপতিত্ব করবেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০টির বেশি দেশের শীর্ষপর্যায়ের নেতারা এই সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে যোগ দিতে এরইমধ্যে মিসরে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।