নড়াইলের নড়াগাতি থানার রামপুরা গ্রামে বাবলু খাঁন (৬০) ও তার ছেলে সাজ্জাদুল আলম খাঁনকে (৪২) কুপিয়ে জখম করার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র জব্দ হয়।
রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পুঠিমারি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- রামপুর গ্রামের হাফিজ খানের ছেলে লাভলু খাঁন (৪৭) এবং তার ছেলে রাব্বি খাঁন (২১)।
পুলিশ সূত্র জানায়, গত শনিবার (১১অক্টোবর) বাবলু খাঁন পারিবারিক কলহের কারণে তার স্ত্রী পপি বেগমকে মারধর করতে যান। এসময় পপি বেগম দৌঁড়ে লাভলু খাঁনের বাড়িতে চলে যান। সেখানে বাবলু খাঁন তার স্ত্রীকে মারধর করতে গেলে লাভলু খাঁন তার বাড়িতে মারামারি করতে নিষেধ করেন।
একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। পরে সাজ্জাদুল আলম খাঁন তালের ডাশা দিয়ে লাভলু খাঁনকে আঘাত করেন। পরে লাভলু খান ঘর থেকে হাসুয়া নিয়ে বাবলু খাঁনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। লাভলু খাঁনের ছেলে রাব্বি খাঁন ঘর থেকে সড়কি নিয়ে এসে সাজ্জাদুল আলম খাঁনের বুকে কোপ দেন। পরবর্তীতে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, “হামলার ঘটনার পর আমরা স্বল্প সময়ের মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।”