বিতর্কিত রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে আলোচনায় আসেন অভিনেত্রী এলি আভরাম। এ মঞ্চ থেকেই সালমান খানের সঙ্গে তার উষ্ণ সম্পর্ক তৈরি হয় তার। এ জুটির প্রেমের গুঞ্জনও একাধিকবার চাউর হয়েছে। এ নিয়ে একাধিকবার কথাও বলেছেন। ফের সালমান খানের সঙ্গে তার সম্পর্কের রসায়ন নিয়ে কথা বললেন এলি।
এলি আভরাম বলেন, “আমি সালমানের সঙ্গে যোগাযোগ রাখি। সম্প্রতি গণপতিতে দীর্ঘ সময় পর উনার সঙ্গে দেখা। আমি সাধারণত যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে পারদর্শি নই। আমি প্রায়ই নিজের জগতে ডুবে থাকি, নানা স্বপ্ন ও লক্ষ্যে মনোযোগ দিই। নিজেকে উন্নত করার জন্য প্রচুর সময় ব্যয় করি। এমন একটা দেশে (ভারত) একা থাকা; যেখানে আমি বড় হইনি, পরিবার নেই, সম্পূর্ণ আলাদা পরিবেশ—সব সামলানো কঠিন।”
সালমান প্রসঙ্গে এলি আভরাম বলেন, “সালমান খান তার কাছের মানুষদের খুব আগলে রাখেন। তার এই বিষয়টি আমার হৃদয়ে জায়গা করে নিয়েছে। সালমানের খানের এই ব্যাপারটি আমি সবচেয়ে বেশি প্রশংসা করি। আমি সত্যিই অনুভব করি, আমার জীবনে তিনি একজন ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল’।”
এলি মনে করেন সালমান খানকে অনেকে ভয় পান। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “অন্য নারীদের কাছ থেকে ইন্ডাস্ট্রির অনেক ভয়ংকর অভিজ্ঞতার কথা শুনেছি। এটা পরিষ্কার যে, অনেকেই সালমান খানকে ভয় পান। আর এ কারণে কেউ অশোভন আচরণ করতে সাহস পান না। এটা আমার জন্য এক ধরনের আশীর্বাদ, যা সুরক্ষা তৈরি করেছে। এজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।”
৩৫ বছর বয়েসি এলির জন্ম সুইডেনে, বেড়েও উঠেছেন সেখানে। ২০১২ সালে ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে আসেন অভিনয়ের উদ্দেশ্যে। যোগাযোগ করতে থাকেন এজেন্সির সঙ্গে; অল্প সময়ের ব্যবধানেই মডেলিংয়ের কাজ পেয়ে যান। ২০১৩ সালে ‘মিকি ভাইরাস’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। পরবর্তীতে নিয়মিত অভিনয়ের সুযোগ পেলেও এখনো বলিউডে জায়গা করে নিতে পারেননি। তার বেশির ভাগ সিনেমার রেটিং কম।