গাজা থেকে ইসরায়েলের জীবিত সব জিম্মিকে হামাস মুক্তি দেওয়ার পর, এবার ইসরায়েলি কারাগার থেকে ১ হাজার ৯৫০ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মুক্তি পাওয়া ফিলিস্তিনি বন্দিদের বহনকারী ৩৮টি বাসের মধ্যে দুটি বাস ইতোমধ্যে অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় পৌঁছেছে। অন্য বাসগুলো গাজার পথে রয়েছে।
যে ১ হাজার ৯৫০ জনকে ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হচ্ছে, তাদের মধ্যে ১ হাজার ৭০০ জন আটক এবং ২৫০ জন কারাবন্দি ছিলেন বলে জানা গেছে।
তবে এখন পর্যন্ত কতজন ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন, তা জানা যায়নি। স্থানীয় সময় সকাল ৮টা থেকে গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করে হামাস। প্রতিশ্রুতি অনুযায়ী, জীবিত ২০ ইসরায়েলি জিম্মিকে ইতোমধ্যে মুক্তি দেওয়া হয়েছে। বিনিময়ে ১ হাজার ৯৫০ জন ফিলিস্তিনিকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।
সোমবার দুপুরে ইসরায়েলের অফার সামরিক কারাগার থেকে ফিলিস্তিনি বন্দিদের নিয়ে পশ্চিম তীরের রামাল্লায় দুটি বাস পৌঁছানোর পর বিপুল জনতা উল্লাসধ্বনি করে স্বাগত জানান। মুক্তিপ্রাপ্তদের জড়িয়ে ধরতে দেখা যায় স্বজনদের। এ সময় আবেগঘন পরিবেশ তৈরি হয়।
এদিকে ইসরায়েলি কারাগারে থেকে মুক্তি পাওয়া গাজার ফিলিস্তিনিদেরকে প্রথমে দক্ষিণ গাজার খান ইউনুসের নাসের হাসপাতালে আনা হবে। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের গ্রহণের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে।
নাসের হাসপাতালের চিকিৎসক ও নার্সরা বলছেন, তারা মুক্তিপ্রাপ্ত বন্দিদের গ্রহণের জন্য অপেক্ষায় আছেন। পরিবারের সঙ্গে পুনর্মিলনের আগে তাদের চিকিৎসা পরীক্ষা করা হবে।
মুক্তিপ্রাপ্ত বন্দিদের বরণ করতে নিতে তাদের স্বজনরা নাসের হাসপাতালের বাইরে জড়ো হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, এখানকার পরিবেশ স্বস্তির। গাজাজুড়ে পরিবারগুলো তাদের প্রিয়জনদের দেখার অপেক্ষা আছেন। সর্বত্র এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
চিকিৎসাকর্মীরা বলছেন, এর আগে চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিদের অনেকেই অত্যন্ত অবসন্ন, ওষুধ ও খাবারের অভাবে দুর্বল এবং কঠিন জীবনযাপনের মধ্য দিয়ে এসেছিলেন। ইসরায়েলি কারাগারে আটক থাকা অবস্থায় তারা শারীরিক ও মানসিক নিযার্তনের শিকার হয়েছিলেন।