আগামী ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশ সফরে আসতে চান ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি আশা প্রকাশ করেন, এ সফর দুই দেশের সম্পর্ক আরো জোরদার করবে।
সোমবার (১৩ অক্টোবর) রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট লুলা এই ইচ্ছা ব্যক্ত করেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
বৈঠকে সামাজিক ব্যবসা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, সামাজিক অন্তর্ভুক্তি এবং দারিদ্র্য বিমোচনের কৌশলসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
এ সময় অধ্যাপক ইউনূস প্রেসিডেন্ট লুলাকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। প্রেসিডেন্ট লুলা আমন্ত্রণ গ্রহণ করে জানান, তিনি আগামী ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশ সফর করতে চান।
তিনি বলেন, “আমি বাংলাদেশে যাব।”
প্রেসিডেন্ট লুলা জানান, ব্রাজিল তার নাগরিকদের জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রদানের অভিজ্ঞতা ভাগ করে নিতে এবং বাংলাদেশের সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণের অভিজ্ঞতা থেকে শেখার আগ্রহী। জবাবে অধ্যাপক ইউনুস বলেন, “দারুণ হবে সেটি।”
দুই নেতা গভীর সমুদ্র মৎস্য আহরণ, ওষুধ ও ভ্যাকসিনের পেটেন্ট-মুক্ত উৎপাদন, জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ বিভিন্ন সহযোগিতা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
বৈঠকে অধ্যাপক ইউনূস স্মরণ করেন ২০০৮ সালে ব্রাজিল সফরে তৎকালীন প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাৎ এবং ২০২৩ সালের অক্টোবরে দেশটির বিভিন্ন শহরে তার সফরের অভিজ্ঞতা।
আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করবে ব্রাজিল। সেখানে অংশগ্রহণের জন্য প্রেসিডেন্ট লুলা অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানান।
অধ্যাপক ইউনূস আমন্ত্রণের জন্য প্রেসিডেন্ট লুলাকে ধন্যবাদ জানিয়ে জানান, তিনি হয়তো ওই সম্মেলনে অংশ নিতে পারবেন না, কারণ ফেব্রুয়ারির প্রথম ভাগে অনুষ্ঠিতব্য বাংলাদেশের সাধারণ নির্বাচনের প্রস্তুতিতে তিনি ব্যস্ত থাকবেন।
তিনি বলেন, “আসন্ন নির্বাচন হবে ‘ঐতিহাসিক’। কারণ এটি গত ১৬ বছরের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। এর আগে স্বৈরাচারী শাসনামলে অনুষ্ঠিত নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, “সেগুলো ছিল ভুয়া ও প্রহসনের নির্বাচন।”
বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা আরো জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
আলোচনার এক পর্যায়ে দুই নেতা ফুটবলকে বৈশ্বিক ঐক্যের প্রতীক হিসেবে প্রশংসা করেন। অধ্যাপক ইউনূস বলেন, “বাংলাদেশের প্রত্যেক গ্রামে মানুষ ব্রাজিল দলকে সমর্থন করে।”