সারা বাংলা

মেঘনায় নৌ পুলিশের অভিযানে ২৮ জেলে গ্রেপ্তার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে মাছ শিকাররত ২৮ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এসময় প্রায় ৬ লাখ ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং ছয়টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা জব্দ করে তারা।

রবিবার রাত থেকে সোমবার (১৩ অক্টোবর) ভোর পর্যন্ত উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান চালায় মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নৌ পুলিশ সূত্র জানায়, মৎস্য সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ছয়টি পৃথক মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিকেলে গ্রেপ্তার জেলেদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সানা উল্লাহ (৪৫), নুর মোহাম্মদ (২৫), মো. মোস্তফা বেপারী (৩২), মো. কালু শেখ (২৩), মো. ইউনুছ (৪০), মো. সেলিম (৩০), নুর মোহাম্মদ (৩২), জুয়েল বেপারী (২৭), মো. রুবেল হাং (৩০), জাকির বেপারী (৩৬), মো. শাকিল (২০), মো. রাজিব (২৫), জিহাদ (২০), মো. সবুজ (২০), মো. বিল্লাল হোসেন (২৫), আ. খালেক (২৮), মো. নাজমুল হোসেন (৩০), বিল্লাল মাঝি (২৬), মোহাম্মদ আলী (৬৫), রুবেল দেওয়ান (৩৫)। 

আকতার হোসেন (২৮), মো. লিটন ডালী (৪৫), মো. নুরে আহম্মদ বেপারী (৪০), মো. হাসান বেপারী (৩৪), মো. নান্টু ডালী (৩৫), মো. রিপন মিয়া ডালী (৩৪), মো. বিল্লাল ডালী (২০) এবং মো. আবু হানিফ ডালী (২০)।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোহাম্মদ আলী বলেন, ‍“মা ইলিশ রক্ষায় আমরা প্রতিদিন নদীতে টহল ও অভিযান পরিচালনা করছি। কেউই আইন ভঙ্গ করে নদীতে মাছ ধরতে পারবেন না। নিষিদ্ধ সময়ে মাছ ধরলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে নদীজুড়ে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”