সারা বাংলা

বাসের ধাক্কায় প্রাণ গেল কলেজছাত্রের, বন্ধু আহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় শাহানুর বাবু (২৬) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেলে করে বন্ধুর সঙ্গে ফরিদপুর যাচ্ছিলেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার বন্ধু আরিফ ইসলাম (২৭) আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী এলাকায় মাজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আলামিন সড়ক দুর্ঘটনায় নিহতের তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে।’’

নিহত শাহানুর বাবু আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে অনার্স শেষ করে রাজেন্দ্র কলেজে মাস্টার্সে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি উপজেলার পাড়াগ্রাম উত্তরপাড়া গ্রামের মৃত মান্নান মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শাহানুর বাবু তার বন্ধু আরিফ ইসলামকে নিয়ে মোটরসাইকেলে আলফাডাঙ্গা থেকে ফরিদপুরে যাচ্ছিলেন। কাদিরদী পৌঁছালে দ্রুতগামী গোল্ডেন লাইন পরিবহনের যাত্রীবাহী বাস পেছন থেকে তাদের মোটরসাইকেল ধাক্কা দেয়। ধাক্কা দিয়ে বাসটি দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা তাৎক্ষণিক দুইজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত শাহানুর বাবু পথে মারা যায়। আরিফ ইসলাম আশঙ্কামুক্ত।

আহত আরিফ ইসলাম বলেন, ‘‘গোল্ডেন লাইন পরিবহনের দ্রুতগামী বাস মোটরসাইকেলের পেছন ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে বাবুকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আমি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছি। সামান্য চোট পেয়েছি।’’