খেলাধুলা

হংকংয়ের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরল বাংলাদেশ

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ফিরতি ম্যাচে হংকংয়ের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরল বাংলাদেশ। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় হংকংয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে হামজা-শমিতরা। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। আর শেষ দিকে রাকিব হোসেনের গোলে সমতা ফিরিয়ে এক পয়েন্ট নিশ্চিত করে জাভিয়ের কাবরেরার শিষ্যরা।

কাই তাক স্পোর্টস পার্কের রাতটা হতে পারত লাল-সবুজের স্বপ্নপূরণের। শেষ পর্যন্ত হলো না। প্রাণপণ লড়েও এশিয়ান কাপের মূলপর্বে জায়গা পাওয়ার আশা শেষ হয়ে গেল বাংলাদেশের। তবে প্রতিপক্ষের মাঠে দারুণ লড়াই করে ১-১ গোলের ড্র; এটাই রইল স্বান্ত্বনা।

ম্যাচের শুরু থেকেই হংকংয়ের আক্রমণভাগের তীব্র চাপে ছিল বাংলাদেশ। গোলরক্ষক মিতুলের দৃঢ়তা ও ডিফেন্ডারদের প্রতিরোধে প্রথমার্ধের বেশিরভাগ সময় পার হলেও ৩৪তম মিনিটে ঘটে বিপত্তি। অভিজ্ঞ ডিফেন্ডার তারিক কাজীর অনভিপ্রেত ফাউলে রেফারি পেনাল্টি দেন। হংকং ফরোয়ার্ড ফার্নান্দোকে বক্সের ভেতর পেছন থেকে টেনে ফেলার দায়ে তারিক দেখেন হলুদ কার্ড। স্পটকিক থেকে ম্যাট অর নিখুঁত শটে গোল করে স্বাগতিকদের ১-০ ব্যবধানে এগিয়ে দেন। সেই ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে ছন্দ ফিরে পায় বাংলাদেশ। বল দখল, পাস ও আক্রমণ; সবকিছুতেই উন্নতি দেখা যায়। ৭৩তম মিনিটে পরিস্থিতি আরও অনুকূলে আসে লাল-সবুজের দলের। হংকংয়ের অলিভার গেরবিগ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে স্বাগতিকরা দশজনের দলে পরিণত হয়।

সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে ম্যাচের শেষভাগে পাল্টা আক্রমণে ঝাঁপায় বাংলাদেশ। ৮৪তম মিনিটে বদলি খেলোয়াড় ফয়সাল ফাহিম বাম দিক থেকে দারুণ এক ক্রস তোলেন, যা মাথা ছুঁয়ে ফাহমিদুল নামিয়ে দেন রাকিবের সামনে। ঠান্ডা মাথার নিখুঁত প্লেসিংয়ে রাকিব হোসেন গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান।

শেষ দিকে আরও কিছু সুযোগ তৈরি হলেও গোলের দেখা মেলেনি। শেষ বাঁশি বাজতেই স্কোরলাইন ১-১, আর বাংলাদেশ পায় গুরুত্বপূর্ণ এক পয়েন্ট।

তবে এই ড্রতে আর বাঁচল না আশার আলো। বাছাইপর্বের এই ফলাফলের পর এশিয়ান কাপের মূলপর্বে ওঠার স্বপ্ন কার্যত শেষ বাংলাদেশের। তবু বিদেশের মাঠে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে এক পয়েন্ট ছিনিয়ে নেওয়ায় প্রশংসা কুড়িয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

এই ড্রয়ে ৪ ম্যাচ থেকে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে হংকং। আর সমান ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে বাংলাদেশ। পরের ম্যাচে নভেম্বরের ১৮ তারিখ ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের জার্সিধারীরা। আর শেষ ম্যাচে ২০২৬ সালের মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাছাইপর্বের শেষ ম্যাচ।

ফল: হংকং ১ - ১ বাংলাদেশ, হংকংয়ের গোলদাতা: ম্যাট অর (৩৪’ পেনাল্টি), বাংলাদেশের গোলদাতা: রাকিব হোসেন (৮৪’)।