সারা বাংলা

সোনারগাঁয়ে তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কাইকারটেক সেতু-সংলগ্ন ডোবা থেকে সায়মা (২২) নামের এক তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে স্থানীয়রা ডোবায় একটি বস্তা দেখতে পান। তারা বিষয়টি সোনারগাঁ থানা পুলিশকে জানান।

পুলিশ সেখানে গিয়ে বস্তাবন্দি লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই তরুণীকে হত্যা করে লাশ গোপন করার উদ্দেশ্যে বস্তায় ভরে ডোবায় ফেলে দেয়। নিহত তরুণীর নাম সায়মা। তিনি স্থানীয় কলাপাতা বার্গার নামের একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। 

স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে কয়েকজন মিলে ডোবার পাশে গিয়ে বস্তাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খাঁন বলেছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের শেষে বিস্তারিত জানা যাবে।