বগুড়ায় যাত্রীবাহী আর.কে পরিবহনের একটি বাসে দশম শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে গ্রেপ্তার চালক সোহাইল হাসান শাকিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই ছাত্রীর ভগ্নিপতি মো. ইউসুফ আলী আর.কে বাসের চালক সোহাইল হাসান শাকিব ও হেলপার সৈকতসহ অজ্ঞাত আরো ২/৩ জনকে আসামি করে বগুড়ার শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।
মামলায় তিনি উল্লেখ করেছেন, তার শ্যালিকা দুপুর দেড়টায় তাকে ফোন দিয়ে জানায় যে, ঢাকা থেকে আসা তার এক বন্ধু এবং সে সকাল ১০টায় সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে আর.কে পরিবহনের একটি বাসে বগুড়া যাওয়ার জন্য ওঠে। বাসটি বগুড়া শহরের প্রবেশের পথে দুপুর সাড়ে ১২টায় শহরতলীর বনানী মোড়ে হক পেট্রোল পাম্পের থেমে যায়।
সেসময় বাসের সকল যাত্রী নেমে যায়। তারাও বাস থেকে নামতে চাইলে বাসের চালক সোহাইল হাসান শাকিব (২৬) ও হেলপার সৈকত (২২) তাদেরকে বাস থেকে নামতে নিষেধ করে এবং তাদেরকে জোর করে গাড়ির ভিতরে আটকে রাখে। পরে তারা ছেলেটিকে ভয়ভীতি দেখিয়ে জোর করে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর চালক শাকিব স্কুলছাত্রীকে গাড়ির ভিতরের পিছনের ছিটে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
স্কুলছাত্রী চিৎকার করলে চালক তার মুখ চেপে ধরে। এসময় ওই স্কুলছাত্রীর বন্ধু তাকে বাঁচাতে এগিয়ে গেলে আসামিরা তাকে জোর করে ঢাকাগামী একটি গাড়িতে তুলে দেয়।
পরে তারা বাসসহ ওই স্কুলছাত্রীকে নিয়ে পর্যটন মোটেলের পশ্চিমে হাইওয়ে রোডের পার্শ্বে অবস্থিত গাড়ি ওয়াশ করার একটি ডকে নিয়ে যায়। সেখানে তারা তাকে বাসের পিছনের সিটে বসিয়ে রাখে। এর কিছুক্ষণ পর বাসের চালক ও হেলপারের সাথে অজ্ঞাত আরো ২/৩ জন বাসে প্রবেশ করে ঘটনাটি কাউকে না বলার জন্য ভয় দেখায়।
এরপর গাড়ি ওয়াশ করা শেষে স্কুলছাত্রীকে ওই বাসে করে বগুড়া শহরের ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে নিয়ে যায় তারা। সেখানে গাড়ি থেকে নামিয়ে ঢাকাগামী অন্য একটি গাড়িতে তুলে দেওয়ার চেষ্টা করে। তবে ভুক্তভোগী স্কুলছাত্রী বিষয়টি আর.কে বাসের কাউন্টারে গিয়ে জানালে সেখানে লোকজন থানায় সংবাদ দেয়।
শাজাহানপুর থানা পুলিশ সেখান থেকে মহিলা পুলিশের মাধ্যমে ভিকটিমকে থানায় নিয়ে যায় এবং থানা হেফাজতে রাখে।
এ বিষয়ে শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “ঘটনা জানার পর টাঙ্গাইলের হাইওয়ে পুলিশের সহযোগিতায় বগুড়া ডিবি এলেঙ্গা থেকে বাস চালককে গ্রেপ্তার করে। পরে ভুক্তভোগীর ভগ্নিপতি এ ঘটনায় থানায় লিখিত এজাহার দিলে সেটাকে মামলা হিসেবে নথিভুক্ত করার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।”