মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ফারহানা ওয়াহেদ অমি নিহত হয়েছেন। এ ঘটনায় জা
বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টার দিকে মেহেরপুরের ফতেহপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
অমি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। এ দুর্ঘটনায় তার স্বামীও গুরুতর আহত হয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ফারহানা ওয়াহেদ অমি তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে ফতেহপুর এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অমি এবং তার স্বামী গুরুতর আহত হন।
শিক্ষার্থী ফারহানা ওয়াহেদ অমির অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। এছাড়া পৃথক একটি শোক বার্তা প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
শোকবার্তায় উপাচার্য বলেন, “ফারহানা ওয়াহেদ অমির অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় একজন মেধাবী ও সম্ভাবনাময়ী শিক্ষার্থীকে হারালো। তার পরিবারের জন্য এ ক্ষতি অপূরণীয়।” তিনি এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দোষী চালকের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
উপাচার্য নিহত অমির আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি আহত স্বামীর দ্রুত আরোগ্য কামনা করেন।
জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম স্বাক্ষরিত অপর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) অমির ইন্তেকালে গভীরভাবে শোকাহত এবং মর্মাহত। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসে সম্মানিত করুন- এই দোয়া করছি।