আইন ও অপরাধ

সোনা চোরাচালান: বিমানের কেবিন ক্রু রুদাবা সুলতানার পদাবনতি

বিভাগীয় মামলার তদন্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চোরাচালানে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু রুদাবা সুলতানাকে পদাবনতি দেওয়া হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক অফিস আদেশে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

এতে বলা হয়, গত ১৭ আগস্ট সোনা চোরাচালানে জড়িত থাকায় কেবিন ক্রু রুদাবা সুলতানা বিরুদ্ধে বিমানের বিধি অনুযায়ী বিভাগীয় মামলা হয়। এরপর তদন্তকারী কর্মকর্তা অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করেন। এ তদন্তে রুদাবা সুলতানার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন তিনি। ফলে বিমান করপোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৭৯ এর ৫৬(১) এর (ডি) এর ক্ষমতাবলে রুদাবা সুলতানাকে পদাবনতি দেওয়া হয়।

এর আগে গত ১২ আগস্ট ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রুদাবা সুলতানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।