ইয়েমেনের হুতিদের চিফ অব স্টাফ মুহাম্মদ আবদ আল-করিম আল-ঘামারি নিহত হয়েছেন। বৃহস্পতিবার হুতিদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান সমর্থিত হুতিদের অন্যতম শীর্ষ সামরিক কর্মকর্তা ছিলেন আবদ-আল করিম। তিনি ‘কর্তব্য পালনের সময়’ নিহত হয়েছেন।
এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি ইসরায়েলকে দোষারোপ না করে হুতিরা জানিয়েছে, ইসরায়েলের সাথে সংঘাত শেষ হয়নি। ইসরায়েল ‘তাদের অপরাধের জন্য প্রতিশোধমূলক শাস্তি পাবে।’
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েল গাজায় অভিযান শুরুর পর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন জানিয়ে ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে। ইসরায়েলের ওপর ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করা হয়েছে। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় হামলার মাধ্যমে ইসরায়েল প্রতিক্রিয়া জানিয়েছে।
গত আগস্টে ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়ে হুতি সমর্থিত সরকারের প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রীকে হত্যা করেছিল ইসরায়েল।