সারা বাংলা

রংপুরে এবারো শীর্ষে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় পুুলিশ লাইন্স

রংপুর জেলায় এবারো শীর্ষ অবস্থান ধরে রেখেছে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির পাশের হার ৯৯ দশমিক ৫৫ শতাংশ। ৮৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৮৪ জন কৃতকার্য হয়েছেন এবং ৪৫৬ জন পেয়েছেন জিপিএ-৫।

বুধবার (১৬ অক্টোবর) সকালে রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে গিয়ে দেখা যায়, এমন সাফল্যে উচ্ছ্বাসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। অনেকে একে বছরের সেরা অর্জন হিসেবে দেখছেন।

বরাবরের মতো এবারো জেলার দ্বিতীয় স্থানে রয়েছে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। দিনাজপুর বোর্ডে যেখানে গড় পাশের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ, সেখানে প্রতিষ্ঠানটির পাশের হার ৯৮ দশমিক ৩৬ শতাংশ। এবার এই কলেজের ৭৯৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৭৮১ জন পাস করেছেন, তাদের মধ্যে ৩৮২ জন জিপিএ-৫ পেয়েছেন।

গত বছর ৯৫ দশমিক ৪৮ শতাংশ পাশের হার নিয়ে একই অবস্থানে ছিল বিভাগীয় নগরীর এই শিক্ষাপ্রতিষ্ঠানটি। এবছর কঠিন প্রশ্নপত্রের মধ্যেও এমন ফলাফলে উচ্ছ্বসিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যবসায়, পাঠে মনোযোগ ও সুশৃঙ্খল পরিবেশই এই সাফল্যের মূল কারণ।

রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি পাস করা সিয়াম হাসান বলেন, “সকাল থেকেই ফলাফল নিয়ে টেনশনে ছিলাম। ১০টা বাজার পর ওয়েবসাইটে রেজাল্ট দেখি। জিপিএ-৫ পেয়ে আনন্দে মনটা ভরে উঠেছে। সবচেয়ে খুশি হয়েছেন আমার মা-বাবা। ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখার স্বপ্ন দেখি।” শিক্ষকদের আন্তরিকতা ও সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা জানান।

রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. একেএম জালাল উদ্দিন আকবর বলেন, “বিপ্লব-পরবর্তী সময়ে শিক্ষার্থীরা যখন অনেকটাই পাঠবিমুখ ছিল, তখন আমাদের শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে তাদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনেন। নিয়মিত ক্লাস, মূল্যায়ন ও মানসম্মত পাঠদানের ফলেই এমন সাফল্য এসেছে।” তিনি কৃতকার্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৫৭ দশমিক ৪৯ শতাংশ। ৬৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৪৩টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি।