গোপালগঞ্জে আল আমিন মোল্লা (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত আল রাফি শেখকে (১৯) আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে হওয়া বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মধ্যরাতে সদর উপজেলার চরপাথালিয়ায় এলাকায় হত্যা করা হয় আল আমিনকে।
নিহত আল আমিন গোপালগঞ্জ সদর উপজেলার চর পাথালিয়া গ্রামের লায়েব আলি মোল্লার ছেলে। তিনি পেশায় গাড়ি চালক। আটক রাফি শেখ বাগেরহাটের ফকিরহাট উপজেলার বাড়ৈইপাড়া গ্রামের আসলাম শেখের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম জানান, আল আমিন ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়া এলাকায় দোলা পাম্পের পাশে একটি গ্যারেজে গাড়ির কাজ করাচ্ছিলেন। এসময় মোবাইলে চার্জ দেওয়াকে কেন্দ্র করে রাফি শেখের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। গাড়ির কাজ শেষে করে গভীর রাতে বাড়ি ফেরার পথে রাফি শেখের নেতৃত্বে ৪-৫ জন যুবক আল আমিনের পথরোধ করেন। তারা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে আল আমিনকে কুপিয়ে আহত করেন।
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় আল আমিনকে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই আল আমিন মারা যান।
তিনি আরো জানান, পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার সঙ্গে জড়িত রাফি শেখকে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ আটক করা হয়েছে। অন্য অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।