জাতীয়

জুলাই সনদ ইস্যু: সংসদের সামনে উত্তপ্ত পরিস্থিতি, গাড়ি ভাঙচুর

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে কেন্দ্র করে জুলাই যোদ্ধা ও পুলিশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। যখন আন্দোলনকারীদের একটি অংশ ১২ নম্বর গেট ভেঙে সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে।

পুলিশের বাধা অতিক্রম করে ভেতরে প্রবেশ করা আন্দোলনকারীদের সঙ্গে তখনই ধাওয়া-পাল্টা ধাওয়ার পরিস্থিতি তৈরি হয়। সংঘর্ষের সময় কিছু জুলাই যোদ্ধা সংসদের বাইরে চলে আসেন এবং সেখানে বিক্ষোভ আরো তীব্র আকার ধারণ করে।

আন্দোলনকারীরা পুলিশ সদস্যদের গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায়। কমপক্ষে দুটি পুলিশের গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এক পর্যায়ে আন্দোলনকারীরা দূর থেকে ইট-পাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ে তোলে।

পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জও করে। আন্দোলনকারীরা দাবি করছেন, সরকার যদি তাদের তিন দফা দাবি মেনে না নেয়, তবে তারা দক্ষিণ প্লাজা ত্যাগ করবেন না।

এর আগে জুলাই সনদ সইয়ের আনুষ্ঠানিকতার মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দেওয়ার পর থেকেই উত্তেজনা শুরু হয়। ​পুলিশ অ্যাকশন শুরু করলে পরিস্থিতি দ্রুত ঘোলাটে হতে থাকে। চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। বিক্ষুব্ধদের পক্ষ থেকে ইটপাটকেল নিক্ষেপ এবং পুলিশের দিক থেকে টিয়ারশেল নিক্ষেপ। সেসময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন আহত হয়।

অন্যদিকে সকাল ১০টা ২৫ মিনিট থেকেই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় হঠাৎ করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাতভর সেখানে অবস্থান করা বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবনে প্রবেশ করার চেষ্টা করেন। অনেকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে গ্রিলের উপর দিয়ে প্রবেশের চেষ্টা চালালে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একপর্যায়ে মূল ফটক উন্মুক্ত করে দেন।