বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা রাজধানীর শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর শতাধিক শিক্ষক-কর্মচারী অনশনে অংশ নেন।
সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় জড়ো হন এবং সেখানে সমাবেশ করেন। বৃষ্টির মধ্যেই জুমার নামাজের পর শিক্ষকরা শহীদ মিনারের মূল বেদিতে অবস্থান নেন এবং অনশন শুরু করেন।
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের তিন দাবি:
১. শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ। ২. বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ও ১ হাজার ৫০০ চিকিৎসা ভাতা দেওয়া। ৩. নিয়মিত টাইম স্কেল ও প্রমোশন।
শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, আজ আমাদের পরিকল্পনা ছিল অনশন শুরু করার, আমরা তা শুরু করেছি। সরকার আমাদের সাথে প্রহসন করছে। তিনটি দাবি তুলে ধরলেও সরকার তার একটির চার ভাগের এক ভাগ মানতে চায়, বাকি দুটি নিয়ে কোনো আলোচনা নেই। শিক্ষকরা সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
শিক্ষকনেতারা জানিয়েছেন, রবিবার (১৯ অক্টোবর) তারা যমুনা অভিমুখে লংমার্চ করবেন। সরকারের ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেই এ কর্মসূচি নেওয়া হয়েছে।