সারা বাংলা

খুলনায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

খুলনায় ডোবা থেকে রেজাউল ইসলাম (২০) নামে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে পূর্ব রূপসা ব্যাংকের মোড় সংলগ্ন রূপসা পার্কিং সেন্টারের (গ্যারজ) পেছনের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার হয়।

পুলিশ জানায়, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

মারা যাওয়া রেজাউল রূপসা উপজেলার বাগমারা গ্রামের আদর্শ গলি এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে।

রূপসা থানার এসআই মো. ইমরান হোসেন জানান, রেজাউল তার বাবার ব্যবসা দেখাশোনা করতেন। গত শুক্রবার নিখোঁজ হন তিনি। আজ রবিবার স্থানীয়রা রেজাউলের মরদেহ ডোবায় ভাসতে দেখেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। 

তিনি জানান, রেজাউলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।