শিক্ষা

৫৬ শতাংশ শিক্ষকের বাড়িভাড়া ১২ শতাংশের বেশি বাড়বে 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের বাড়িভাড়া তাদের মূলবেতনের ৫ শতাংশ বাড়ানো হয়েছে। তবে এই বৃদ্ধি ন্যূনতম ২ হাজার টাকা করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করার দাবিতে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমরণ অনশন করছেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা এখন থেকে মূল বেতনের ৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন। তবে এই ভাতার সর্বনিম্ন পরিমাণ ধরা হয়েছে ২ হাজার টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রায় ৮৯ শতাংশ শিক্ষক-কর্মচারী উপকৃত হবেন।

রবিবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজে এক বার্তায় জানানো হয়, নতুন এই নিয়মে বেশিরভাগ শিক্ষকের বাড়িভাড়া ভাতা গড়ে ৮ দশমিক ৭ শতাংশের বেশি বাড়বে। ৫৬ শতাংশের ভাতা ১২ শতাংশের বেশি, ৭৫ শতাংশের ভাতা ৯ শতাংশের বেশি বাড়বে। 

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই ভাতা আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। একইসঙ্গে বলা হয়েছে, জাতীয় বেতনস্কেল অনুযায়ী ভবিষ্যতে এ ভাতা সমন্বয় করা হবে। তবে এমপিও নীতিমালার শর্তাবলী যথাযথভাবে অনুসরণ না করলে বকেয়া কোনো দাবি গ্রহণযোগ্য হবে না এবং বিধিভঙ্গ হলে দায়ী থাকবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ আদেশ শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।